Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন পরিষদ

 

সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রাম বাংলার ইতিহাসখ্যাত বরেন্দ্র অঞ্চলের ঐতিহ্যবাহী অঞ্চল হলো নওগাঁ জেলার,নিয়ামতপুর উপজেলার ৫নংরসুলপুর ইউনিয়ন ।যুগের সাথে তাল মিলিয়ে ৫নংরসুলপুর ইউনিয়ন শিক্ষা,সংস্কৃতি,ধর্মীয় অনুষ্ঠান খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে নিজস্ব স্বকীয়তা বজায় রেখেছে ।

 

 

ক. নাম – ৫নংরসুলপুরইউনিয়ন পরিষদ  

খ. আয়তন – ৫২বর্গ কিলোমিটার বা ১৮,৬৭৯ একর(উত্তরে হাজী নগর ইউনিয়ন পরিষদ, দক্ষিনে পাড়ইল ইউনিয়ন পরিষদ ও চাপাই নবাবগঞ্জজেলা,পূর্বে নিয়মতপুর ইউনিয়ন পরিষদ ও পাড়ইল ইউনিয়ন পরিষদ এবং পশ্চিমে চাপাই নবাবগঞ্জজেলার গোমস্তাপুর ওনাচোল উপজেলা।

 

গ. লোক সংখ্যা –৩২,২৫৭  জন প্রায় (আদম শুমারী ২০০১)

ঘ. গ্রামের সংখ্যা – মৌজা ভিত্তিক গ্রাম ৪৫ টি (পাড়া ভিত্তিক গ্রাম ৯৮ টি)।

ঙ. মোজার সংখ্যা – ৪৫টি

চ. হাট বাজার সংখ্যা – ২টি

ছ. উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম – উপজেলা সদর হতে ১৪ কি:মি: পশ্চিমে ,বাস/টেম্পু/ ভ্যানযোগাযোগর প্রধান মাধ্যম।

জ. শিক্ষার হার -৪১.৪৩(২০০১ অনুযায়ী )

ঝ. দায়িত্বরত চেয়ারম্যান – জনাব,মো‍হা: সাজ্জাদ আলী (টিটু)

ঞ. গুরুত্বপুর্ণ ধর্মীয় স্থান – নাই

ট. ঐতিহাসিক /পর্যটন স্থান – নাই।

ঠ. ইউপি ভবন স্থাপন কাল -২০১0।

ড. নবগঠিত পরিষদের বিবরণ

   (১)শপথ গ্রহনের তারিখ – ১৬/০৮/২০১১

   (২) প্রথম সভার তারিখ – ১৮/০৮/২০১১

   (৩) মেয়াদ উর্ত্তীনের তারিখ – ১৮/০৮/২০১৬

 

ঢ.মোট জমির পরিমান-৭,৫৮৬ হেক্টর,এক ফসলি জমির পরিমাণ-৬,৭৫৬ হেক্টর, দুই ফসলি জমির পরিমাণ-       ৪,৬৯০ হেক্টর, তিন ফসলি জমির পরিমাণ-২.৩১০ হেক্টর।

 

ণ. ইউনিয়নের মোট এ্যাসেসমেন্ট হোল্ডিং সংখ্যা-৮০৯৩ জন। নির্ধারিত ধার্য্য ট্যাক্স মোট ২,৮১,৯৬৩/=টাকা।

 

ত. গ্রাম সমুহের নাম – মৌজা ভিত্তিক গ্রাম ৪৫ টি (পাড়া ভিত্তিক গ্রাম ৯৮ টি)     :১. আহার কান্দর,২.অজাগড়া, ৩.আক্কেলপুর৪.অমৃতপুর, ৫.  আরজি গাংগোর,৬.বাদ মল্লিকপুর, ৭.বাদেচাকলা,৮.বাঙ্গাল পাড়া ৯.বনগা পাড়া, ১০.ভীমপুর ১১.বিশ্বনাথপুর, ১২.চৌরা সমাসপুর আড্ডা,১৩.চৌরাপাড়া, ১৪.চক গাহইল,১৫.ডাহুকা

১৬.দামপুরা১৭.গাহইল, ১৮.গাংগোর, ১৯.হিরাপুর,২০.ইকরাপাড়া,২১.জামুরহাট,  

২২. জয়পুর, ২৩.কাকসা, ২৪.কানুরা, ২৫. কেন্দুয়া,২৬.কিসমতমল্লিকপুর ২৭.মদনা কান্দর

 ২৮.মহাকৈল ,২৯.মহাপাড়া ৩০.মুন্দিখৈর৩১.মঙ্গলতাড়া৩২.মানপুর, ৩৩.মুর্শিদা, ৩৪.নাগইল ৩৫. নিমদিঘী, ৩৬.নয়াপাড়া, ৩৭.পানিহারা, ৩৮.শাহাপুর, ৩৯.রসুলপুর

৪০.শাহালালপুর, ৪১.সিরাজপুর,৪২.সোনাপুরা, ৪৩.তেখারিয়া,৪৪.টিটিহার. ৪৫.উষ্ঠিপাড়া

     

বিরল ডাংগা, রসুলপুর সরদার পাড়া, রসুলপুর দিঘীপাড়া, খাসপাড়া,প্রহিত দক্ষিনপাড়া, প্রহিত উত্তর পাড়া,

রসুলপুর কলোনিপাড়া, রসুলপুর জালসাপাড়া, সারল ডাংগা, সিরাজপুর কোঠাডাংগা,  রসুলপুর হাজিপাড়া, ব্যাটকামারী

আক্কেলপুর উত্তরপাড়া,  সুকান দিঘী, ডাংগাপাড়া, আক্কেলপুর মাদ্রাসাপাড়া,  .মঙ্গলতাড়া জগ্ত

 আহার কান্দর মাষ্টারপাড়া,পীরপুকুরিয়া,উষ্ঠিপাড়ামাষ্টারপাড়া, সুরুজপুকুরিয়া,কালুঠাপাড়া,লিচিনপুর, কাওয়াপাড়া,উষ্ঠিপাড়ামধ্যপাড়া,  

 ঘুঘুডাঙ্গা,ঘুঘুডাঙ্গা দক্ষিনপাড়া, চৌরাপাড়া ডাম্পুপাড়া,  চৌরাপাড়া দিঘীপাড়া, টগরাইল,

  দামপুরা ভেড় ভেড়ি পাড়া,দামপুরা মাষ্টারপাড়া,দামপুরা রাজবংশি পাড়া,দামপুরা আষাড়িয়াপাড়া ,মুন্দিখৈর রায়পাড়া,দামপুরা বাসিন্দাপাড়া,মুন্দিখৈর মধ্যপাড়া,মুন্দিখৈর ভাঙ্গাপাড়া,

 

 নাগইল ভোলাপাড়া,মানপুর কানাকড়ি,পানিহারা ঢিকাপাড়া,জাবঠা,গাহইল লোয়াপাড়া,

দিঘলডাঙ্গা, ,কশিনাথপুর, 

 

 নিমদিঘী বাজারপাড়া,নিমদিঘী নন্দাগড়া,নিমদিঘী চেয়ারম্যানপাড়া, নিমদিঘি স্কুলপাড়া,ভীমপুর পূর্বপাড়া,ভীমপুর পশ্চিমপাড়া,বাহিরশল্লা,অজাগড়া আদিবাসিপাড়া,   

 

 

 

. ইউনিয়ন পরিষদ জনবল –

১)নির্বাচিত চেয়ারম্যান- ১ জন

২) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন

৩) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন

৪) ইউনিয়ন মহল্লাদার - ৬জন(শূন্য পদ ৩টি)

৫) ইউনিয়ন দফাদার –  ১ জন

 

 

ত. শিক্ষা প্রতিষ্ঠান –

১) সরকারী প্রাথমিক বিদ্যালয় – ১২টি

২) রেজি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় – ০৮টি

৩) মাধ্যমিক বিদ্যালয় – ০৫ টি

৪) নিম্ন মাধ্যমিক বিদ্যালয় – ০১টি।

৫) মাদ্রাসা – ০৭টি

৬) কলেজ – ০১টি।